Rajasekhar Mantha: 'আদালত ও বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা, জারি আদালত অবমাননার রুল

Continues below advertisement

পোস্টারকাণ্ড এবং আদালতের এজলাস আটকে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করে অভিযোগ খণ্ডন করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশনামায় বিচারপতি মান্থা জানিয়েছেন, বিচারপতির সম্মানহানি হয় এ ধরনের অভিযোগের সঙ্গে তাঁর বাসস্থান নিয়ে বেপরোয়াভাবে পোস্টারে ভুল ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। কারণ এই বাসস্থানের রেজিস্ট্রি, রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স, কলকাতার কাছে করা হয়েছে। সেই নথিও এই মামলার রেকর্ডে রাখতে বলেছেন বিচারপতি। নির্দেশনামায় বিচারপতি মান্থা জানিয়েছেন, কিছু আইনজীবী ও অন্য ব্যক্তিরা আদালতে ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছেন। পোস্টারে মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ এনে তাঁরা আদালতের কাজে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন। মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন পোস্টার দিয়ে আদালত ও বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা আসলে জনমানসে আদালত ও বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সম্প্রদায়ের আত্মবিশ্বাসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করার পাশাপাশি, ঝাঁকুনি দেওয়াও হয়েছে।  আদালত অবমাননার রুল জারি করে নির্দেশনামায় বলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram