Kolkata News: সপ্তমীর সকালে কলা বউ স্নান, গঙ্গার ঘাটে নবপত্রিকার স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা
ABP Ananda LIVE: সপ্তমীর সকালে কলা বউ স্নান। গঙ্গার ঘাটে নবপত্রিকার স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। মণ্ডপে মণ্ডপে মাতৃ বন্দনা। রীতি মেনে কলা বউ স্নান। সকাল থকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়।
আরও পড়ুন...
কাটোয়ার তাঁতী পাড়ার সাহাবাড়ির দুর্গাপুজোয় অভিনব রীতি
রুপোর পালকিতে চাপিয়ে কলাবউকে কে নিয়ে কাটোয়ার ভাগীরথী ঘাটে স্নান করাতে নিয়ে আসার রীতি চলছে কাটোয়ার তাঁতী পাড়ার সাহাবাড়ির। সেই রীতি মেনে রুপোর পালকিতে কলা বউকে চাপিয়ে স্নান করানো হলো। ভাগীরথীর ঘাটে। নবপত্রিকা স্নানের পর পালকিতে করে নতুন কলাবউকে নিয়ে যাওয়া হল মন্দিরে।আবার ভাগীরথীর ঘাটে কোথাও দেখা গেল ধামসা মাদলের তালে নাচছে মহিলারা। সকাল থেকে কলা বউকে স্নান করাতে ভিড় কাটোয়ার ভাগীরথীর বিভিন্ন ঘাটে।
আলো ফুটতেই গঙ্গাতীরে মানুষের ঢল
কাটোয়া থেকে বাবুঘাট, আলো ফুটতেই গঙ্গাতীরে মানুষের ঢল। মুর্শিদাবাদে কাশিমবাজার ছোট রাজবাড়িতে মায়ের প্রাণপ্রতিষ্ঠা।





















