WB News: উত্তর ২৪ পরগনার বাদুতে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন, আহত ৩

Continues below advertisement

ABP Ananda Live: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের চণ্ডীগড়িতে রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হল বৃহস্পতিবার। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। মৃত শহর আলি ও জয় কর্মকার মধ্যমগ্রামের দিগবেড়িয়ার বাসিন্দা। বুধবারই রাসায়নিক কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছিল বিশ্বজিৎ শিকদার নামে আরও এক শ্রমিকের।

 

আরও খবর, আবেদনেও মেলেনি অমিত শাহের সাক্ষাৎ, হতাশ নিহত চিকিৎসকের মা-বাবা। 'সাক্ষাৎ পেলে ভাল লাগত, মনের জোর বাড়ত', মন্তব্য নিহত চিকিৎসকের পরিবারের। থ্রেট কালচারে অভিযুক্তরাই বিচারের দাবিতে সংগঠন গড়েছে। এবার আমরাও আন্দোলনে নামব। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া নিহতের পরিবারের।  রাত গড়াতেই দেদার বাজি পুড়ল কলকাতায়। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে পুলিশের জালে ৭। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ২৬। দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। কালীঘাটে বিশেষ পুজো, তারাপীঠে কুমারী পুজো। দক্ষিণেশ্বর- লেক কালীবাড়িতে আরতি।  পুলিশের বিরুদ্ধে পুলিশের ধর্না। ওসি-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে নাদিয়াল থানার মহিলা এসআই-এর বিক্ষোভ। রাস্তার ধারে অবস্থান। পাল্টা ব্যারাকের ঘর দখলের অভিযোগে SI  ক্লোজড। কালীপুজোর দিন জমি বিবাদে হাওড়ার জগাছায় তুলকালাম। জমির দখল নিয়ে মালিক পক্ষের সঙ্গে ক্লাবের বিবাদে ধুন্ধুমার। বাঁশ, লাঠি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, ইটবৃষ্টি, দোকানে আগুন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram