Kali Puaj 2024: দিকে দিকে শক্তির আরাধনা, কলকাতা থেকে বারাসাত সকাল থেকে ভক্ত ও সাধারণ মানুষের সমাগম
ABP Ananda Live: নিষ্ঠাভরে শক্তির আরাধনা। কলকাতা থেকে বারাসাত সকাল থেকে ভক্ত ও সাধারণ মানুষের সমাগম। বারাসাতের রাইসিং স্টার ক্লাবের পুজো, এবারে ১১ তম বর্ষে পা। পুজোর থিম প্রকৃতির কোলে রুদ্র রূপে রুদ্রাণী। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তারি এই পুজো মণ্ডপ।
দীপাবলি মানে আলোর উৎসব। এই উৎসবে যাবতীয় অন্ধকার ঘুচে যায়, আলোর রোশনাইয়ে ভেসে যায় চারদিক। কিন্তু এই আলোর ছটার মধ্য়েও অসংখ্য় শিশু আছে, দারিদ্রতার অন্ধকারে যাদের জীবন নিমজ্জিত। তবে আলোর উৎসব থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য় প্রতি বছর বিশেষ আয়োজন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এবারও প্রায় হাজার খানেক শিশুর হাতে পোশাক তুলে দেওয়া থেকে শুরু করে তাদের জন্য় খাওয়া-দাওয়ার ব্য়বস্থা করা হয় জেলা পুলিশের তরফে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে। শিশুদের পাশাপাশি তাদের পরিবারের মুখেও যাতে এই দিনে হাসি ফোটে তারও উদ্য়োগ নেয় পুলিশ বাহিনী।