Kalipuja 2024: একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের মাতারবাড়ির মন্দিরে। কথিত আছে, এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ৫২৩ বছরের পুরনো ত্রিপুরেশ্বরী মন্দির ঘিরে প্রতিবার দীপাবলি উৎসব ও মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার মহারাজা মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরের প্রধান সেবায়েত গোমতীর জেলাশাসক। তবে পুজোর অর্ঘ্য থেকে আহুতি সব কিছুই হয়, রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎকিশোর দেববর্মনের নামে। 

আরও খবর..

অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা। একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত। সারা দেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এদিন দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা। কথিত আছে, এখানে না এলে তন্ত্রসাধনা সম্পূর্ণ হয় না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram