Kolkata Book Fair Exclusive : মলাট-মোড়কে জলজ্যান্ত ইতিহাস, 'বেঁধে রাখার' অন্য এক গল্প। ABP Ananda

Continues below advertisement

Book Binding Story : শুরুর দিন থেকেই তিনি রয়েছেন। প্রকাশক, ক্রেতা বা বিক্রেতা তিনি নন। অথচ বইমেলার (Kolkata Book Fair) জলজ্যান্ত ইতিহাস তিনি। চেনা বইমেলার এক অচেনা গল্প গোপেশ্বর চক্রবর্তী (Gopeswar Chakraborty)। তাঁর সরঞ্জাম বলতে সেলোটেপ, কাঁচি, প্লাস্টিকের মলাট (Book Binding)। ১৯৭৬ থেকে ২০২৩, মাঝে নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কতটা বদলালো সময়? বই-এর সঙ্গে জেন ওয়াই কি আদৌ বাঁধা পড়ল ? ক্ষেপ-আক্ষেপ নিয়ে ৪৬টি বইমেলা কাটিয়ে কী বলছেন গল্প গোপেশ্বর চক্রবর্তী ?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram