Durga Puja Theme: RG Kar আন্দোলনের অনুপ্রেরণা, পুজোর মণ্ডপে থিম 'শিরদাঁড়া'। ABP Ananda Live
Continues below advertisement
লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহকপাট। এবার সেই শিরদাঁড়া প্রাণের উৎসবেও। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি
সঙ্ঘ ও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্স সার্কলের পুজোয় মণ্ডপে শিরদাঁড়ার নজরকাড়া ইন্সটলেশন।
জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোরে পুলিশের লৌহকপাট খুলে যাওয়ার এ ছবি নতুন ইতিহাস গড়েছে। সেই দেখে শিরদাঁড়ায় জোর পেয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। প্রতীকী শিরদাঁড়া হাতে আন্দোলনে নেমেছেন তাঁরাও। কখনও বর্তমান, কখনও অতীত...সময়ের কথাই তো প্রতিফলিত হয় পুজোর থিমেও। তাই এবার প্রাণের উৎসবজুড়েও এবার সেই শিরদাঁড়া। লালবাজার থেকে কলকাতা পুরসভার আন্দোলনে যে প্রতীকী শিরদাঁড়া দেখা গেছিল, তারই ছোঁয়া কেষ্টপুর থেকে বেলেঘাটার পুজোর থিমে।
Continues below advertisement
Tags :
CBI Kolkata News Rg Kar Hospital Durga Puja 2024 Sandip Ghosh Rg Kar Incident Rg Kar Protest Rg Kar News Kolkata Lady Doctor Death