Primary TET : জীবন থেকে ৮টা বছর চলে গেল, কোথায় পাব ? প্রশ্ন টেট আন্দোলনকারীর

Continues below advertisement

টেট আন্দোলনের ৫১ ঘণ্টা পার, এবিপি আনন্দে মুখ খুললেন পর্ষদ সভাপতি। ‘চাকরি পেতে দিতেই হবে ইন্টারভিউ, অভিযোগ থাকলে কোর্টে যান’।আন্দোলনকারীদের দাবি উড়িয়ে অবস্থানে অনড় প্রাথমিক পর্ষদের সভাপতি।

‘পদ্ধতি মেনে আবেদন করতে হবে, দিতেই হবে ইন্টারভিউ’। ‘যারা দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি কি প্রমাণিত হয়েছে? ’ ‘আমার আমলে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে, অভিযোগ বিচারাধীন, প্রমাণিত হয়নি’। ‘যদি ২০১৪-র টেট প্রার্থীরা মনে করেন বঞ্চিত হয়েছি, তাহলে কোর্টে যান’। ‘খালি ওএমআর শিট জমা পড়েছে, এমন কোনও অভিযোগ পাইনি’। ‘অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিয়ে আন্দোলন চলছে’। ‘২ বার ইন্টারভিউয়ে গিয়েছিলেন, তখন কি এই প্রশ্ন তুলেছিলেন ?’ ‘বয়ঃসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে সরকার, পর্ষদের হাতে নেই’। অবস্থানে অনড় থেকে জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram