Kolkata News: এবার মানসিক স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে নতুন পরিষেবা শুরু করল আইএনকে। ABP Ananda Live

Continues below advertisement

 Institute of Neurosciences: এবার মানসিক স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে, নতুন পরিষেবা শুরু করল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা বা আইএনকে। যা পথ চলা শুরু করল সোমবার থেকে। নাম দেওয়া হয়েছে মনোবিজ্ঞান ভবন। সোমবার তার উদ্বোধন করেন মন্ত্রী শশী পাঁজা। এখানে থাকবেন মনোবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞরা। প্রথাগত চিকিৎসার পাশাপাশি মিলবে আধুনিক সুযোগ সুবিধা। ইন্টারনেট অ্য়াডিকশন ক্লিনিক, ইটিং ডিসঅর্ডার ক্লিনিক, OCD ক্লিনিকের মতো স্পেশালিটি বিভাগও থাকবে এখানে। স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।  ফের নিয়ম বদল হল স্বাস্থ্য সাথী প্রকল্পে। এবার আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে, এবার থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পে কোনও রোগী হাসপাতালে ১০ দিনের বেশি ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। ABP Ananda Live 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram