Kolkata News: এবার এক মেট্রোতেই গড়িয়া থেকে বিমানবন্দর? ABP Ananda Live

Continues below advertisement

Kolkata Metro: এবার এক মেট্রোতেই গড়িয়া থেকে বিমানবন্দর? দমদম থেকে নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট পর্যন্ত রুটের ট্রায়াল রান। আগামী বছরের মার্চেই রুট চালুর প্রস্তুতি।  

এবার ফিরহাদ হাকিমের মন্তব্য়কে হাতিয়ার করে, সংখ্য়ালঘু-সংখ্য়াগরিষ্ঠ ইস্য়ুতে সুর চড়াল বিজেপি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বক্তব্য়ের ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় সোশাল মিডিয়ায় লিখেছেন--- ফিরহাদ হাকিম দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্য়াগরিষ্ঠ হবে। আবার ফিরহাদ হাকিমের এই বক্তব্য়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে আন্দামানের বিজেপি সাংসদের মুখে শোনা গেছে হিনদুরাষ্ট্রের কথা। 

 

জামিন পেলেও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন অল্লু। সকালেই অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন। জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram