BJP: রাজ্যভাগ নিয়ে কী কৌশল নিতে চলেছে বিজেপি? শুরু জল্পনা। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: নিশিকান্ত দুবের বাংলা-বিহারের ৬ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিকে, আগেই সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। এবার রাজ্যভাগের বিরোধিতা করলেও, দলীয় বিধায়কের তুলে ধরা সমস্যাকে বাস্তব বলে দাবি করলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। 

রাজ্য বিজেপির শীর্ষ নেতারা প্রথম থেকে দাবি করছেন তাঁরা রাজ্যভাগের বিরোধী। অথচ কখনও কার্শিংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, কখনও রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করে তাদের অস্বস্তি বাড়িয়েই চলেছেন। এই পরিস্থিতিতে আবার ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, অররিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ...এই ছয় জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন। তাঁকে আবার সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ঘুরিয়ে কি এবার সেই পথেই হাঁটলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও?

যে যাঁর মতো ইচ্ছা প্রকাশ করছেন, পাল্টা কেউ তার বিরোধিতা করছেন! শেষ অবধি রাজ্য় হবে না কেন্দ্রশাসিত অঞ্চল, না কি কিছুই হবে না, তা কেউই জানেন না! তবে দাবি তোলা আর দাবি ওড়ানো, এসবের নেপথ্য়ে যে সুর্নিদিষ্ট রাজনৈতিক কৌশল আছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram