kolkata Sporting Club: কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের কোচ ও খেলোয়াড়দের সম্বর্ধনা দিল কর্তৃপক্ষ
ABP Ananda LIVE: কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের (kolkata sporting Club)কোচ ও খেলোয়াড়দের সম্বর্ধনা দিল কর্তৃপক্ষ। চলতি বছর প্রথম ডিভিশনে হকি খেলবে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। শুক্রবার সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ ও ক্যালকাটা সোশাল প্রোজেক্ট নামক এনজিও। এবার হকির প্রথম ডিভিশনে খেলবে শতাব্দী প্রাচীন ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। ১০ বছর পর কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে কোয়ালিফাই করেছে তারা। সেই উপলক্ষে শুক্রবার টিমের কোচ ও খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হল ক্লাবের তরফ থেকে।খেলোয়াড়দের যৌথভাবে সম্বর্ধনা দেয় এনজিও ক্যালকাটা সোশাল প্রোজেক্টও। শুধু হকি নয়, ক্রিকেট ও ফুটবলেও বহু সাফল্যের নজির রেখেছে ১০৪ বছরের ঐতিহ্যশালী ইউনিয়ন স্পোর্টিং।
NEET-দুর্নীতির অভিযোগে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৩ জনকে গ্রেস মার্ক। ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে ৬৭ জন। প্রশ্ন ফাঁসের পাশাপাশি, উঠেছে পরীক্ষায় কারচুপির অভিযোগ। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল প্রকাশের পরই তুঙ্গে উঠেছে বিতর্ক। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে জমা পডেছে একাধিক আবেদন। শুক্রবার সেই সব আবেদনের শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে। NTA এবং অন্য আদালতে মামলাকারীদের নোটিস জারি করে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে দিতে হবে উত্তর। গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA. তারপরই দানা বাঁধে বিতর্ক।সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের হয় মামলা।