Kolkata News: ফুটপাথ দিয়ে পথচারীদের চলার কোনও উপায় নেই, কী বব্যস্থা করছে পুলিশ? ABP Ananda LIVE

Continues below advertisement

Mamata Banerjee: ফুটপাথ দিয়ে পথচারীদের চলার কোনও উপায় নেই, কী বব্যস্থা করছে পুলিশ? মুখ্যমন্ত্রীর (mamata Banerjee)নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর ফাইভে(Sector Five) জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। যৌথ অভিযানে পুলিশ এবং পুরসভা।

লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী...পুরসভা থেকে পুলিশ...দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ...বিধায়ক থেকে SDO...পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার. মানুষ যদি পরিষেবা না পায় সেই পঞ্চায়েত রাখার কী দরকার? পুরসভা রাখার কী দরকার? নবান্ন সভাঘরে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী-বিধায়ক এবং পুলিশকেও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram