Market Price Hike: টাস্ক ফোর্সের হানার পরেও অগ্নিমূল্য বাজার দর, ব্যবসায়ীদের সতর্ক করার পরেও নিয়ন্ত্রণে আসছে না দাম
টাস্ক ফোর্সের হানার পরেও অগ্নিমূল্য বাজার দর। নিউ মার্কেট, যদুবাবুর বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। কিন্তু সব্জির দর আকাশছোঁয়া। ব্যবসায়ীদের সতর্ক করার পরেও নিয়ন্ত্রণে আসছে না দাম।
বাজারদর নিয়ন্ত্রণে রাখতে হুগলির তারকেশ্বর পুর-এলাকা ও পোলবার সুগন্ধা এলাকায় বাজার পরিদর্শনে গেলেন টাস্ক ফোর্সের সদস্যরা। কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারদর যাচাই করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে, কত দামে কৃষকদের কাছ থেকে সবজি কেনা হচ্ছে এবং বাজার তা কত দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সিঙ্গুর বাজারে অভিযান চালান বিডিও ও পুলিশ
আধিকারিকরা।
সাতসকালে মধ্যমগ্রাম বাজারে হানা দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। ধরা পড়ল একাধিক অনিয়ম। আলু-পেঁয়াজের গুদামে নথি নেই, ওজন পরিমাপ যন্ত্রও নেই। বাজারদরেও বিস্তর ফারাক। ব্যবসায়ীদের সতর্ক করেন টাস্ক ফোর্সের সদস্যরা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খাদ্য দফতর, কৃষি বিপণন দফতরের আধিকারিকদের পাশাপাশি বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে।