Bank Fraud: শহরে ফের প্রতারণা, এবার শিকার এক বৃদ্ধ, খোয়ালেন ১৪ লক্ষ টাকা | ABP Ananda LIVE
শহরে ফের প্রতারণার শিকার এক বৃদ্ধ। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়ে, ১৪ লক্ষ টাকা খোয়ালেন বেহালার বাসিন্দা।
না অ্য়াকাউন্ট নম্বর, না ওটিপি, এমনকী পাসওয়ার্ড, দাবি, কিছুই শেয়ার করেননি তিনি। অথচ ব্য়ঙ্ক অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৪ লক্ষ টাকা। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়লেন, বেহালার বাসিন্দা, সত্তরোর্ধ্ব সুজিত সেন। খোয়ালেন সারাজীবনের কষ্ট করে জমানো টাকা।
কিন্তু কীভাবে হল এই প্রতারণা? বৃদ্ধের দাবি, গত ২৩ মে ফ্রিজ কিনবেন বলে গুগলে সার্চ করেছিলেন। সেই সময় কোনও একটি লিঙ্কে ক্লিক করাতে, ফোন আসে তাঁর কাছে। জানতে চাওয়া হয়, তিনি কি ফ্রিজ কিনতে চান? উত্তরে বৃদ্ধ বলেন- হ্য়াঁ। এরপর তাঁর হোয়াটসঅ্য়াপ নম্বরে একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করার পর থেকেই তাঁর ফোনের নেটওয়ার্ক চলে যায়। বৃদ্ধের দাবি, খোঁজ নিয়ে জানতে পারেন, সিম কার্ড ব্লক হয়ে গেছে। এমনকী ব্লক হয়ে গেছে তার আধার কার্ড। ব্য়াঙ্ক ব্য়ালেন্স চেক করতে গিয়ে জানতে পারেন তাঁর এটিএম পিনও পাল্টে দেওয়া হয়েছে। ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর সেভিংস অ্য়াকাউন্ট থেকে দফায় দফায় ৪ লক্ষ ৩৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।