Kolkata News: ধর্মতলায় ধর্না মঞ্চ তৈরি নিয়ে পুলিশ-বিজেপি সংঘাত! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ধর্মতলায় ধর্না মঞ্চ তৈরি নিয়ে পুলিশ-বিজেপি সংঘাত। ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্নামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের অনুমতিতে আজ থেকে ধর্মতলায় ৭ দিনের ধর্নায় বসছে বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, ডোরিনা ক্রসিংয়ে অনুমতি সত্ত্বেও ওয়াই চ্যানেলে মঞ্চ তৈরিতে চাপ দিচ্ছে পুলিশ। পাল্টা বিজেপির দাবি, ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ হবে। শেষ পর্যন্ত ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়।

গতকাল রাতে ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্নামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের অনুমতিতে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ ২৯ অগাস্ট থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করছে রাজ্য বিজেপি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯ অবধি ধর্মতলায় ধর্না চলার কথা। গেরুয়া শিবিরের দাবি, হাইকোর্ট তাঁদের ওয়াই চ্যানেল অথবা ডোরিনা ক্রসিং, দুটোর যে কোনও একটা জায়গায় ৩০ ফুট বাই ২০ ফুটের মঞ্চ গড়ে ধর্নার অনুমতি দিয়েছে। বিজেপি শিবিরের অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ মঞ্চ তৈরির সামগ্রী ডোরিনা ক্রসিংয়ে পৌঁছলে, পুলিশ মঞ্চ তৈরিতে বাধা দেয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ডোরিনা ক্রসিংয়ে অনুমতি থাকা সত্ত্বেও ওয়াই চ্যানেলে মঞ্চ তৈরির জন্য চাপ দেয় পুলিশ। পাল্টা বিজেপির তরফে জানানো হয়, ডোরিনা ক্রসিংয়েই অবস্থান করবেন তাঁরা। খবর পেয়ে রাত সাড়ে ১২টা নাগাদ ধর্মতলায় যান সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সভাপতি পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে চলে যায় পুলিশ। শেষ পর্যন্ত ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram