Kultali Tiger: এখনও অধরা বাঘ! কী হবে? প্রাণভয়ে কাঁপছে কুলতলিবাসী | Bangla News

Continues below advertisement

কুলতলির (Kultali) ডোঙ্গাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলে বাঘ। বাঘের আক্রমণে জখম বলে দাবি এক গ্রামবাসীর। যদিও পুলিশের দাবি, বাঘের গর্জনে ভয় পেয়ে গাছ থেকে পড়ে আহত হন ওই ব্যক্তি। গত চারদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দাদের। আজ সকালে জঙ্গলে নতুন করে মেলে বাঘের পায়ের ছাপ। গতকাল গর্জনও শোনা যায় রয়্যাল বেঙ্গলের। কিন্তু খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গলকে। এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাফিলতির অভিযোগ অস্বীকার বন দফতরের। এদিকে, বাঘের সন্ধান পেতে স্পিড বোটে চড়ে চলছে নজরদারি। বন দফতরের তরফে মাইকে প্রচার করে আশেপাশের গ্রামের বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়।

এদিকে, হাওড়ায় (Howrah) জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাওড়ার চ্যাটার্জিহাটে বহুতল থেকে উদ্ধার হয়েছে জোড়া দেহ। স্বামী-স্ত্রী-র দেহ উদ্ধার হয়েছে। ফ্যানে ঝুলন্ত অবস্থায় গৃহকর্তার দেহ উদ্ধার। স্ত্রী-র দেহ মেঝেতে চাদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল। মহিলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। মৃতের মেয়ে জানায়, তাঁর মায়ের সোশ্যাল মিডিয়ায় আসক্তি ছিল। বাবা তা পছন্দ করতেন না বলে জানা যাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

রোগীমৃত্যুকে কেন্দ্র করে কলকাতা মেডিক্যালে (Kolkata Medical College and Hospital) ধুন্ধুমার! চুক্তিভিত্তিক কর্মীদের সঙ্গে মারপিট নিরাপত্তারক্ষীদের। চুক্তিভিত্তিক এক গ্রুপ ডি কর্মীর আত্মীয়ের মৃত্যুতে ধুন্ধুমার। 'পাঁচ নম্বর গেট তালা বন্ধ থাকায় চিকিৎসা করাতে দেরির অভিযোগ উঠছে। চিকিৎসায় দেরি হওয়ার রোগীমৃত্যুর অভিযোগ। হাসপাতালের নিরাপত্তারক্ষীর অফিস ভাঙচুর চুক্তিভিত্তিক কর্মীদের। সুপারের নির্দেশেই ৫ নম্বর গেট বন্ধ রাখা হয়েছে বলে দাবি নিরাপত্তারক্ষীদের। যদিও ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জিএসটি (GST) নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিশানা অমিত মিত্রর। ‘ফের বড় ভুল করতে চলেছে মোদি সরকার। ১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পে জিএসটি বাড়াচ্ছে কেন্দ্র। ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে জিএসটি। দেড় কোটি মানুষ কাজ হারাবেন, ১ লক্ষ প্রতিষ্ঠান বন্ধ হবে। মোদিজি জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকুন। লক্ষ লক্ষ সাধারণ মানুষের উপর আঘাত নামার আগে সিদ্ধান্ত ফেরান’, ট্যুইট অমিত মিত্রর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram