Kulti Shoot Out: কুলটির চিনাকুড়িতে জনবহুল এলাকায় শ্যুটআউট। জখম এক দুষ্কৃতী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কুলটির চিনাকুড়িতে জনবহুল এলাকায় শ্যুটআউট। তৃণমূলের জেলা চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে জখম হল এক দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, রাত ৯টা নাগাদ ৩-৫ জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়। কৃষ্ণ নুনিয়া নামে ওই দুষ্কৃতীর শরীরে ৩টি গুলি লাগে বলে পুলিশের দাবি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে আসানসোল জেলা হাসপাতাল ও পরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুষ্কৃতীদের মধ্যে পুরনো শত্রুতার জেরেই হামলা বলে পুলিশের দাবি। চিনাকড়ির ওই এলাকায় ECL-এর আবাসন রয়েছে। গুলি চলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
নেতাজিনগর সর্বজনীনের পুজোর ৭৫ বছর। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম। এবার ৫০ বছরে পা দিল মধ্যপাড়া আবাহনী ক্লাবের পুজো। আর জি কর-কাণ্ডের পর পুজো হচ্ছে আড়ম্বরহীনভাবে। এই দুটো পুজোই ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুদান। জাঁকজমক না করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ভবানীপুরের মল্লিকবাড়িও।