Remal Update: বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে পে লোডারে চড়ে বসলেন সৌগত | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরে কোথাও জমেছে জল, কোথাও গাছ পড়ে বিপত্তি। পথে নেমেছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Dumdum Lok Sabha TMC Candidate Sougata Roy)। কোথাও বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, বরানগরে আবার সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে চড়ে বসলেন পে লোডারে। দমদম লোকসভা কেন্দ্রে ভোট আগামী শনিবার। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন সৌগত রায়। ওদিকে তাপস রায় দল ছাড়াতেই বরানগর উপনির্বাচনে সায়ন্তিকাকে এবার প্রার্থী করেছে শাসকদল। সায়ন্তিকার বিপরীতে বরানগরে সজল ঘোষকে বিজেপি প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই দুই প্রার্থীরই ভোট কেন্দ্রে কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভোটের মুখে এলাকাবাসীর ভোগান্তি কমাতে কোনও কমতি রাখেননি সৌগত-সায়ন্তিকারা। উত্তর ২৪ পরগনা জেলার খাস তালুক জুড়ে ছড়িয়ে আছে দমদমের পাশাপাশি, বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্র। এর একদিকে যেমন আছে বিধান নগর বা সল্টলেকের মতন জায়গা অন্য প্রান্তে তেমন আছে সন্দেশখালি এবং বের মজুরের মতন এলাকা। নদী, নালা, খাল, বিলে ঘেরা এই উত্তর চব্বিশ পরগনার এক প্রান্তে রয়েছে সুন্দরবনের মতন গভীর অরণ্য আর বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত। আর বলাইবাহুল্য এই সব এলাকাই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram