Hiran Chatterjee: কোন কোন মামলায় তদন্তে তল্লাশি? কী বলছেন হিরণ চট্টোপাধ্য়ায়? ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live:শুভেন্দুর (Suvendu Adhikari) পর হিরণ (Hiran Chatterjee)। এবার ঘাটালের (Ghatal) বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশি হানা। গভীর রাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে তল্লাশি। অন্যদিকে, কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়ার দাবি পুলিশের। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। কেশপুর থেকে ঘাটালের সভা না করেই হাজির শুভেন্দু। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল'। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর । কী হয়েছে জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: শুভেন্দু। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? পাল্টা কটাক্ষ তৃণমূলের।
Continues below advertisement
Tags :
Hiran Chatterjee Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 Elections 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha Polls Result 2024 Date