Hiran Secretory Police Attack: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশি হানা

Continues below advertisement

শুভেন্দুর পর হিরণ। এবার ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশি হানা। গভীর রাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে তল্লাশি। কোলাঘাটে শুভেনদুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। অস্ত্র-মাদক-টাকা রেখে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ। পাঁশকুড়ার আস্তানায় পুলিশ। ফোন করেছিলেন অমিত শাহ, জানালেন শুভেন্দু। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। কিছু না থাকলে এত রাগ কেন? কটাক্ষ তৃণমূলের। সন্দেশখালিকাণ্ডের পাঁচ মাস পরেও যাওয়ার শর্ত দিলেন মমতা! শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলে হামলা, ২দিন পরেও দুষকৃতীরা অধরা। থানায় এসে মূল অভিযুক্তের এফআইআর, তাও খোঁজ পেল না পুলিশ! ষষ্ঠ দফার ভোটের আগে ফের বঙ্গে অমিত শাহ। আজ কাঁথি, ঘাটাল-সহ ৪ জায়গায় সভা। আসছেন জেপি নাড্ডাও। কলকাতা উত্তর, দক্ষিণ ছাড়াও বারাসাতে জনসভা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram