Malda News: কাটমানি দিতে না পারয় রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: মালদার(Malda) চাঁচলে কাটমানি দিতে না পারয় রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ। বিয়ের খরচ দিতে রূপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন জালারপুরের বাসিন্দা আনোয়ার হোসেন। বিয়ের সাত মাস আগে রূপশ্রী প্রকল্পের আবেদন।

পুরকর বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর(amata banerjee) ঘোষণায় স্বস্তিতে কোচবিহারের(coochbehar) ব্যবসায়ী মহল। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ভর্ৎসনার মুখে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্য সরকারি অধীনে থাকা ভ্যালুয়েশন বোর্ডই কর বৃদ্ধির প্রস্তাব করেছিল। এক্ষেত্রে পুরসভার কোনও হাত নেই। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর মহিষবাথানে উচ্ছেদ করা হল জবরদখল। কর বাড়ানো নিয়ে তীব্র ভর্ৎসনা করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। মুখ্য়মন্ত্রীর বার্তার পরই কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। যার মধ্য়ে অন্য়তম সল্টলেক। সল্টলেক... আমার লজ্জা লাগছে, ইচ্ছেমতো সুজিত বসু লোক বসাচ্ছে। কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? ARD অফিসের সামনে, সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? হোয়াই? হোয়াই? হোয়াই? 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram