Riverbank Erosion: গঙ্গার জল কমতেই মালদার মানিকচকে ২০০ মিটার এলাকাজুড়ে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের পরেই জলস্তর বেড়েছিল গঙ্গায়। সেই জল স্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে। জল স্তর কমতেই মালদায় শুরু হয়েছে গঙ্গার ভাঙন। মালদা (Malda )র মানিকচকের ভুতনির কোশিঘাট এলাকায় গঙ্গার (ganga) জল স্তর নামতেই শুরু হয়েছে ভাঙন। ২০০ মিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন নদীর পাড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।  সেচ দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

১৯৭৫ সালের ২৫ জুন দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। এই দিনে দেশে জরুরি অবস্থা জারির জন্য কংগ্রেসকে নিশানা করে ট্যুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি ট্যুইটে লেখেন, ১৯৭৫ সালে এই দিনেই ক্ষমতার দম্ভে জরুরি অবস্থা জারি করে কংগ্রেস বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে খুন করেছিল। গ্রেফতার করা হয়েছিল অসংখ্য সত্যগ্রহীকে। কণ্ঠরোধ করা হয়েছিল সংবাদমাধ্যমকে। কেড়ে নেওয়া হয়েছিল নাগরিকদের অধিকার। সংসদ ও আদালতকে নীরব দর্শকে পরিণত করা হয়েছিল। একটি পরিবারের বিরুদ্ধে যাতে আওয়াজ না ওঠে, তার জন্য জরুরি অবস্থা জারি স্বাধীন ভারতে একটি কালো অধ্যায় বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram