Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী? ABP Ananda Live
ABP Ananda Live: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী? গতকাল শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিলের পর তৃণমূল নেত্রীর পদক্ষেপ ঘিরে জোর জল্পনা। কাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। আগেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত INDIA জোটের বাকি মুখ্যমন্ত্রীদের। বৈঠকে যাচ্ছেন না কংগ্রেসের ৩ মুখ্যমন্ত্রী। তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও যাচ্ছেন না নীতি আয়োগের বৈঠকে। বাংলার মুখ্যমন্ত্রী কি যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে? তুঙ্গে জল্পনা।
তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর, প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার। কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত থাকবেন? নাকি INDIA জোটের বাকি মুখ্য়মন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠক এড়াবেন? তা ঘিরে এখনও অনিশ্চয়তা। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও শেষ অবধি এদিন যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিনতু, শেষ অবধি তিনি কী করবেন? এটাই বড় প্রশ্ন। INDIA জোটের অন্য়ান্য় মুখ্য়মন্ত্রী অবশ্য় বৈঠকে না থাকা নিয়ে কোনও ধোঁয়াশা রাখেননি। তাঁরা ইতিমধ্য়েই নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয়, তাদের তিন মুখ্য়মন্ত্রী