Panchayat Election 2023: চাইলেন ক্ষমা, জনগণের হাতে দিলেন দলীয় কর্মীদের শাসনের বার্তা

Continues below advertisement

চাইলেন ক্ষমা। জনগণের হাতে দিলেন দিলেন দলীয় কর্মীদের শাসনের বার্তা ! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচার শুরু দিনই তৃণমূল কর্মীরা 'দুষ্টুমি' করলে তাঁদেরকে চড় মারার 'রাইট' জনগণকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের চান্দামারির সভা থেকে ভোটপ্রচারের মাঝে বিরোধীদের আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই ক্ষমা চেয়ে শাসনের অধিকার দিলেন জনগণকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যদি আমাদের কেউ আপনাদের কোনও দুঃখ দিয়ে থাকে আপনাদের আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি কেউ দুষ্টুমি করে তাহলে দুটো চড় মারবেন। আপনাদের সেই রাইট দিয়ে গেলাম।' প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের কিছুটা আগে দিদির দূত কর্মসূচিতে নেমেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শাসকদলের নেতা-কর্মীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মাঝেও কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্দরের বিবাদ সামনে এসে পড়েছিল। যে ধারায় সম্পূর্ণ ছেদ পড়েনি এখনও। 

একাধিক তৃণমূল নেতা-নেত্রী পঞ্চায়েতের প্রচারে গিয়ে এখনও বিভিন্ন স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন। মানুষের মধ্যে ঠিক কী ক্ষোভ সেটা বুঝতে বারবারই দলীয় সতীর্থদের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান মানুষের অভাব, অভিযোগ মেটাতে বপাড়তি উদ্যোগ নিয়ে শুরু করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনও। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রথম প্রচারেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগের দিকেই ইঙ্গিত করে তৃণমূল সুপ্রিমো ক্ষমা চাইলেন ও শাসনের বার্তা দিয়ে জনগণকে পাশে চাইলেন বলেই মনে করছে ওয়াকিবহাল রাজনৈতিক মহল।

 

এদিকে, ভোটপ্রচারের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত যুবকের পরিবার ছিল এদিন তৃণমূল সুপ্রিমোর মঞ্চে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আক্রমণ, ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।  বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান'। পাশাপাশি ফের একবার মা-বোনেদের উদ্দেশে কেন্দ্রীয় বাহিনীকে হাতা-খুন্তি দিয়ে 'খাবার খাইয়ে দেওয়ার' বার্তাও দেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram