Mamata Banerjee: '১০ লক্ষ চাকরি রেডি আছে...সরকারের', চাকরি বাতিলের রায় নিয়ে কী বললেন মমতা?

Continues below advertisement

এসএসসির নিয়োগ দুর্নীতিতে আজ প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট। এই রায় বেরনোর পরই, সরাসরি বিচারব্য়বস্থাকে আক্রমণ করেন মুখ্য়মন্ত্রী। বিজেপির বিচারালয় বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁকে নিশানা করেছেন বিরোধীরা। মমতার তোপ, 'বলুন আপনারা যাঁরা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা, সারা জীবন আপনারা যাঁরা চাকরি করেছেন, তাঁদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন। সরকারি গাড়িতে চড়েন, সরকারি নিরাপত্তায় চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি, মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু, হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। আজ নয় দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তাঁরা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দায়, সেই ড্রাফটা তাঁরা করে দেয়।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram