SP Das Interview: তিনিই না কি রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার মেঘনাদ? এবিপি আনন্দকে কী বললেন ড. এসপি দাস? ABP Ananda Live
Continues below advertisement
ডক্টর শ্য়ামাপ্রসাদ দাস। আর জি করকাণ্ডে বারবার যার নাম টেনে আক্রমণ করেছে বিরোধীরা। যাকে বলা হয়, নর্থবেঙ্গল লবির মূল মাথা, রাজ্য়ের স্বাস্থ্য় ব্য়বস্থার অলিখিত নিয়ন্ত্রক। সেই শ্য়ামাপ্রসাদ দাস এবিপি আনন্দের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে, বললেন, আর জি করে ডাক্তারের দেহ উদ্ধারের দিন, অভীক দে-র সঙ্গে তাঁর তিন-চারবার ফোনে কথা হয়েছিল।
চিকিৎসক শ্য়ামাপ্রসাদ দাস বলেন, 'আমার একটা জিনিস হল যে আমি মুখ্যমন্ত্রীর ডাক্তার। বহুদিনের। ওঁর পরিবারের ডাক্তার। সেই সূত্রে হয়তো অনেকসময় উনি কিছু, কিছু হয়তো মতামত ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন হয়তো অনেকসময়। যে দেখো এটা করলে ভাল হয়, কি হয় না? তখন হ্যাঁ,
না উত্তর দিয়েছি আমি।'
Continues below advertisement
Tags :
CBI Kolkata News Rg Kar Hospital Sandip Ghosh Rg Kar Incident Rg Kar Protest Rg Kar News Kolkata Lady Doctor Death