Measles Rubella Vaccination : হাম, জার্মান হাম রোধে রাজ্যজুড়ে বিশেষ টিকাকরণ কর্মসূচি

Continues below advertisement

হাম, জার্মান হাম রোধে রাজ্যজুড়ে বিশেষ টিকাকরণ কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে টিকা। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচি। ২ কোটি ৩০ লক্ষ শিশুকে দেওয়া হবে ভ্যাকসিন। ভ্যাকসিনের ১ কোটি ডোজ এল বাগবাজারের সেন্ট্রাল ভ্যাকসিন স্টোরে। 
ধাপে ধাপে আসবে আরও দেড় কোটি ডোজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram