NEET Scam: মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, দায়ের জনস্বার্থ মামলা

Continues below advertisement

ABP Ananda Live: মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ।  কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। NTA-এর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন NTA-এর ডিজি সুবোধকুমার সিংহ। 

ডাক্তারির অভিন্ন প্রবেশিকা NEET UG-তে কারচুপির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ। ৪ জুন ফল প্রকাশের পরে দেখা যায় NEET UG-র র‍্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে ৬৭ জন। তার মধ্যে ৬ জন প্রথম হয়েছেন একই পরীক্ষাকেন্দ্র থেকে।  এই ফল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। চলতি বছরের ৫ মে, ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে NEET হয়। ১৪ জুন NEET-এর ফল প্রকাশের কথা ছিল। তার পরিবর্তে ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram