Minakshi Mukherjee: DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে পোস্ট ঘিরে বিতর্ক ।
ABP Ananda LIVE: DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে পোস্ট ঘিরে বিতর্ক । ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে ফিরহাদ হাকিমের ছবি দেওয়া পোস্ট ঘিরে বিতর্ক । মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা, অভিযোগ ফিরহাদ হাকিমের । বিতর্কিত পোস্ট রিপোস্ট করে মীনাক্ষীকে আক্রমণ কুণাল ঘোষের । ভুয়ো প্রোফাইল থেকে পোস্ট, দাবি মীনাক্ষী মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করতেই চড়া সুর কল্যাণের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণে তৃণমূল সাংসদ । 'কী এমন আন্দোলন হল যে ৫ কোটি টাকা তুলতে হল? আমরাও আন্দোলন করেছি, একটাও পয়সা তুলতে হয়নি। সিপিএম ঠিক এভাবেই করত। যারা কর্মবিরতিতে নেমেছিল, তারাই তো থ্রেট কালচার করছে', রিষড়ার সভায় আক্রমণে কল্যাণ।
মাসের শুরুতেও নিশানা করেছিলেন কল্যাণ। ১০ দফা দাবি না মান হলে মানুষকে পরিষেবা দেব না। এটাও থ্রেট কালচার। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আড়াল থেকে রাজনীতি করার অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছিলেন, 'এটা কি আমরা আমাদের ব্য়ক্তিগত স্বার্থের জন্য় করছি কিছু? এখানে একটা সামগ্রিক হাসপাতালের সুরক্ষার একটা কথা বলা হয়েছে।' আর জি কর-কাণ্ডের পর বিভিন্ন মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য়ে।