Mithun Chakraborty: 'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না', কুণাল ঘোষেকে কটাক্ষ মিঠুনের

Continues below advertisement

12 tar breaking: 'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই', প্রজাপতি(Prajapati) বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন(Mithun Chakraborty)।'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না'। তাঁকে নিয়ে কুণাল ঘোষের(Kunal Ghosh) তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন', 'ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন', 'দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে', 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে', প্রজাপতি (Prajapati) বিতর্কে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। 'মানুষ হইহই করে ছবিটা দেখছে', 'এর চেয়ে বড় জবাব আর হয় না', প্রজাপতির সাফল্য নিয়ে মন্তব্য অভিনেতা প্রযোজক দেবের(Dipak Adhikari)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram