Morning Headlines: উদ্ধার হওয়া নগদের পরিমাণ ছাড়াল ৮ কোটি, আরও খবর

Continues below advertisement

১। এবার শিবপুরের মন্দিরতলায় টাকার পাহাড় আরও উঁচু। উদ্ধার হওয়া নগদের পরিমাণ ছাড়াল ৮ কোটি। ৮ কোটি ১৫ লক্ষ ছাড়াও দুটি ফ্রিজ করা অ্যাকাউন্টে মিলল আরও ২০ কোটি টাকা।

২। বিদেশ থেকে কালো টাকা এনে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে সেই টাকা ট্রান্সফার করিয়ে সাদা করা হত।  খোলা হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট। শৈলেশ ছিলেন ইনট্রোডিউসার, অনুমান পুলিশের।

৩। মন্দিরতলার ফ্ল্যাটে ৩টি ঘরে বোঝাই টাকার পাহাড়। বক্স খাটে চাদর বালিশের বদলে থাকত নোটের বান্ডিল, খবর সূত্রের। চক্ষু চড়কগাছ পুলিশের।

৪। লুঠের টাকা লুকোনোর জায়গা নেই। তৃণমূলকে নিশানা দিলীপের। বাংলায় টাকা খোলামকুচি, কটাক্ষ সুজনের। পুলিশ তৎপর বলেই উদ্ধার টাকা, পাল্টা শান্তনু।

৫। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ২০ অক্টোবর তলব ইডির। উদ্ধার হওয়া মোবাইলে মিলতে পারে গুরুত্বপূর্ণ চ্যাট। হার্ড ডিস্ক পাঠানো হবে ফরেন্সিকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram