Morning Headlines:কলকাতা মেডিক্যালে রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সুদীপ্ত রায়।Bangla News
এসএসসিতে দুর্নীতির প্রতিবাদে সল্টলেকে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভে করুণাময়ীতে ধুন্ধুমার।
পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বাম ছাত্র ও যুব সংগঠনের। বিক্ষোভ শুরুর আগেই মীনাক্ষী সহ বিক্ষোভকারীদের আটক করল পুলিশ।
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর তদন্তে ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান। চাকরির বিনিময়ে কোটি কোটির লেনদেন, মনে করছে ইডি, সূত্রের খবর।
অনলাইন পরীক্ষার দাবিতে উত্তপ্ত কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ পড়ুয়াদের। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও।
সংখ্যাগরিষ্ঠ অধ্যক্ষ চান অফলাইন পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মত, খবর সূত্রের। চূড়ান্ত সিদ্ধান্ত ৩ জুন।
১২ দিনে পরপর তিনজন অভিনেত্রীর মৃত্যু। পাটুলিতে বিদিশার মডেল-অভিনেত্রী বন্ধু মঞ্জুষার দেহ উদ্ধার। ডিপ্রেশনে ছিলেন, দাবি পরিবারের।
খ্যাতি-যশের উচ্চাশা ? নাকি বন্ধু মৃত্যুর যন্ত্রণা ? মৃত্যুর নেপথ্যে কী কারণ ? ময়নাতদন্তের জন্য পাঠানো হল দেহ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভাতেই বাংলার সমালোচনায় যোগী। কটাক্ষ অখিলেশকে মমতার সমর্থন নিয়েও। ওনার রাজ্যে খুন, গণধর্ষণ, সেদিকে নজর দিন। পাল্টা তৃণমূল।
কলকাতা মেডিক্যাল রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সুদীপ্ত রায়। ভালো কাজ করায় কালীমালিপ্ত করা হয়েছে, প্রতিক্রিয়া অপসারিত নির্মল মাজির।
‘
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ৭ মাসেই মোহভঙ্গ। তৃণমূলত্যাগ ত্রিপুরার প্রাক্তন বিধায়কের, আক্রমণ অভিষেকে। দলে থেকেই বিরোধিতা করছিলেন, পাল্টা তৃণমূল।
রবীন্দ্র সরোবরে রোয়িং দুর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যুতে রোয়িং ও সুইমিং ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক লালবাজারের। নিরাপত্তা বাড়াতে নির্দেশ। আপাতত রোয়িং বন্ধ রবীন্দ্র সরোবরে।
কাটল জট। জোকা বিবাদী বাগ মেট্রো রুটে প্রস্তাবিত স্টেশন তৈরির অনুমতি ভিক্টোরিয়া কর্তৃপক্ষের। কৃত্রিম কম্পনের আঁচ রিপোর্টে সন্তুষ্ট হয়ে কাজের অনুমতি।
চিকিত্সকদের ঘাটতি মেটাতে রাজ্যে শুরু হচ্ছে নার্সদের ডাক্তারি প্রশিক্ষণ। সাধারণ অসুখের চিকিত্সা করবেন। পাঠানো হবে গ্রামে। প্রেসক্রিপশন, ডেথ সার্টিফিকেট দেওয়া মানা।
কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান খান সহ ৬ জনকে ক্লিনচিট। ভুল তদন্তের জন্য এনসিবির অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় সরকারের।
লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা, তুরতুক সেক্টরে শিওক নদীতে পড়ে গেল ভারতীয় সেনার বাস। মৃত ৭ জন জওয়ান, আহত ২৬ জন। শোকপ্রকাশ মোদি, মমতার।
পেট্রোপণ্যে লিটারে ৩০ টাকা করে দাম বাড়াল পাকিস্তান সরকার। দেশের ইতিহাসে এত দাম বাড়েনি পেট্রোল-ডিজেলের, ট্যুইট ইমরান খানের।
বাগানে কি দিয়েগো কোস্তা? অ্যাটলেটিকো তারকার সঙ্গে কথা প্রায় চূড়ান্ত। সব ঠিক চললে আগামী মরসুমেই বাগানের জার্সিতে আইএসএলে। খবর সূত্রের।