Morning Headlines: পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, শাসক-মঞ্চে ওসি, টেটে অতিরিক্ত বাস-ট্রেন
তমলুকের সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর।
পুলিশ-আইএএসকে হুঁশিয়ারি শুভেন্দুর। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা, আক্রমণে কুণাল। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে নয়, সংবিধানের কাছে দায়বদ্ধ আইপিএস-আইএএসরা, মন্তব্য সুজনের।
বর্ধমানে তৃণমূলের মঞ্চে উর্দিধারী। অন ডিউটি ওসি ট্রাফিককে শাসক-সম্বর্ধনা! ভাইরাল ভিডিও। বিতর্কের মুখে ওসি ট্রাফিককে শোকজ এসপির।
বেলদা, পাঁশকুড়ার পর এবার বর্ধমান। ফের তৃণমূলের মঞ্চে উর্দিধারী। পুলিশ শাসকের দলদাস, আক্রমণে বিরোধীরা। সামাজিক অনুষ্ঠানে যেতেই পারে, পাল্টা শাসক শিবির।
ওসি ট্রাফিকের সামনেই ট্রাফিক আইন ঢিলেঢালা রাখার পরামর্শ তৃণমূল বিধায়কের! বিতর্কের মুখে অকারণে মানুষের হেনস্থা আটকানোর সাফাই।
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দ্বাদশ। SSC-র নিয়োগে বিস্তর কারচুপি, হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের। নাইসার মূল্যায়নের পর নম্বর বদলে যেত বলে চাঞ্চল্যকর দাবি।
বেসরকারি বিএড, ডিএলএড কলেজের এনওসি দিতেও ঘুষ! কলেজ পিছু ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ। মানিক নিতেন ২ থেকে ৫ লক্ষ। চাঞ্চল্যকর দাবি ইডির চার্জশিটে।
রবিবার টেট, পরীক্ষার্থী ৬ লক্ষ ৯০ হাজার। অতিরিক্ত বাস চালানোর নির্দেশ পরিবহণ দফতরের। লোকাল ট্রেন চলবে অন্যান্য কাজের দিনের মতোই। থাকবে অতিরিক্ত মেট্রো।
মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের সঙ্গে ভার্চুয়ারি G20’র দ্বিতীয় প্রস্তুতি বৈঠক প্রধানমন্ত্রীর। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা মোদির।
চারদিনে দু’বার গ্রেফতার, দু’বার জামিন। তৃণমূলের জাতীয় মুখপাত্রের গ্রেফতারিতে বিতর্ক। মোরবিতে তৃণমূলের প্রতিনিধি দল। সরব সংসদেও। জাতীয় নির্বাচন কমিশনে নালিশ।