Morning News : শুভেন্দুর সভার আগে বীরভূম তৃণমূলে ভাঙন, দল ছাড়লেন কেষ্ট ঘনিষ্ঠ
Continues below advertisement
১। এসএসসি-দুর্নীতি মামলায় এবার পার্থ-ঘনিষ্ঠদের তলব সিবিআইয়ের। নিয়মিত কারা আসতেন বাড়িতে? জানতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিচারক ও অফিস কর্মীদের কাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
২। আরও ৭দিনের পুলিশ হেফাজতের আর্জি খারিজ। দুবরাজপুর মামলায় জামিন পেয়ে ফের আসানসোল জেলে অনুব্রত। ১০ জানুয়ারি ফের শুনানি।
৩। নলহাটিতে শুভেন্দুর সভার আগে বীরভূম তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন কেষ্ট ঘনিষ্ঠ সহ সভাপতি।
কোনও ক্ষতি হবে না, দাবি কুণালের।
৪। সোনারপুরের পর বালুরঘাট। অযোগ্য শিক্ষকের তালিকায় নাম জড়াল আরেক তৃণমূল কাউন্সিলরের। নাম প্রকাশ্যে আসতেই বাড়িতে তালা। ওয়ার্ডে পড়ল চাকরি চুরির পোস্টার।
৫। নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানের ভূমিকায় ছিলেন শিক্ষকরাও? সিবিআইয়ের স্ক্যানারে অযোগ্যদের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা ৯ অধ্যাপক, স্কুল শিক্ষক।
Continues below advertisement