Municipal Election 2021: রাজ্য ভোট করাতে তৈরি বলেও কেন হাওড়ায় নির্বাচন নয়? প্রশ্ন তুলে কমিশনের সর্বদল বৈঠক বয়কট BJP-র | Bangla News

Continues below advertisement

২২ জানুয়ারি রাজ্যের ৪ কর্পোরেশনে (Municipal Election) ভোট ঘোষণা করেছে কমিশন (Election Commission)। কিন্তু হাওড়া কর্পোরেশন বাদ কেন? এই প্রশ্নে তেতে উঠল কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠক। বৈঠক বয়কট করল বিজেপি (BJP)। বৈঠক ছেড়ে বেরিয়ে গেল বাম-কংগ্রেসও। হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) সংশোধনী বিল নিয়ে রাজ্য ও রাজ্যপালের (Jagdeep Dhankhar) সংঘাত অব্যাহত। তার আঁচ পড়ল সর্বদল বৈঠকেও। সোমবার দুপুর ২টো থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে শুরু হয় সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিল মোট ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকের শুরুতে কমিশন জানায়, শিলিগুড়ি (Siliguri), বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar) এবং আসানসোলে (Asansol) ভোট হবে। সূত্রের খবর, এরপরই সমস্বরে বিরোধীরা প্রশ্ন তোলে, রাজ্য সরকার আদালতে জানিয়েছিল তারা হাওড়া-সহ ৫ কর্পোরেশনে ভোট করাতে তৈরি, তাহলে এখন কেন হাওড়াকে বাদ দেওয়া হচ্ছে? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram