Doctor Death: চিকিৎসকের মৃত্য়ুতে দানা বাঁধছে রহস্য়, বিচার বিভাগীয় তদন্তের দাবি চিকিৎসক সংগঠনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মুর্শিদাবাদের চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্য়ুতে দানা বাঁধছে রহস্য়। মৃত্য়ুর পর কেন ময়নাতদন্ত না করেই শেষকৃত্য় করা হল, সেই প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল চিকিৎসক সংগঠন। এমনকী মৃত্য়ুতে রহস্য় রয়েছে বলে বিস্ফোরক দাবি করল মৃত চিকিৎসকের বন্ধু।
আরও খবর..
চোর সন্দেহে বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনিতে যুবক খুন। প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। শরীরের একাধিক অংশে হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের ইন্টারনাল ইনজুরি, প্রচুর রক্তক্ষরণে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছে। শরীরে একাধিক আঘাত, ভোঁতা কিছু দিয়ে মারেই মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
বোলপুরের পর রামপুরহাট, ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ । পে-লোডার ঘিরে ফেলেন তাঁরা, যন্ত্র-গাড়ির ওপর উঠে শুরু হয় প্রতিবাদ। ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে পে-লোডার নিয়ে ফিরে যান পুর কর্মীরা। এরপর রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়, এলাকায় উত্তেজনা রয়েছে।