Nabanna Abhijan: নবান্ন অভিযানে ধুন্ধুমার, চোখ নষ্টের আশঙ্কা পুলিশের

Continues below advertisement

ABP Ananda Live: নবান্ন অভিযানে তুলকালাম। গুরুতর আহত কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট। একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টের। চিকিৎসারজন্য হায়দরাবাদের এল ভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গার দুপাড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এই কর্মসূচিকে আক্রান্ত হয় পুলিশও। গতকাল বাবুঘাটে ডিউটির সময় আক্রান্ত হন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। একটি চোখে গুরুতর আঘাত লাগে। সূত্রের খবর, একটি চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মত চিকিৎসকদের। মঙ্গলবার, নবান্ন অভিযানের দিন ১১ ফারলঙ গেটে ডিউটিতে ছিলেন তিনি। পরে গন্ডগোল বাড়ায় তাঁদের স্ট্র্যান্ড রোডের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, রেড রোড ধরে গাড়িতে করে এগোচ্ছিল কলকাতা পুলিশের টিম। ইডেন গার্ডেনের সামনে আচমকা আন্দোলনকারীরা গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। উইন্ড স্ক্রিন ফেটে সোজা দেবাশিস চক্রবর্তীর চোখে এসে লাগে একটি ইট। গলগল করে রক্ত বেরোতে শুরু করে। কোনওরকমে গাড়ি ঘুরিয়ে রক্ষা পান সকলে।         

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram