Narendrapur News: দোকানে ঢুকে ব্য়বসায়ীর ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নরেন্দ্রপুর সেটশন সংলগ্ন কাদারহাট এলাকায় এই অভিযোগ তুললেন এক ব্য়বসায়ী। ব্য়বসায়ী সুব্রত সরকারের অভিযোগ, গতকাল দোকানে ঢুকে তাঁর ছেলেকে রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল মারধর করেন। লুঠ করা হয় দেড় লক্ষ টাকা। এমনকী দোকানে তাণ্ডব চালিয়ে, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন ব্য়বসায়ী। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ, তারপরও তাঁকে হুমকি দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।
আরও খবর,...
তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি। বহিষ্কৃত তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতিও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে ২ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। জানালেন তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত মণিশঙ্কর মণ্ডল। লোকসভায় তৃণমূলের বিপুল জয়ের পর 'গেমচেঞ্জার দাদা' বলে পোস্টার লাগান মণিশঙ্কর। আর জি করকাণ্ডের প্রতিবাদে জহর সরকার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর বলিষ্ঠ সরকার গঠনের লক্ষ্যে অভিষেককে সরকারে যুক্তের দাবি। বিভিন্ন গণমাধ্যমে দাবি জানান মণিশঙ্কর মণ্ডল। ভাল চোখে নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সূত্রের খবর। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত ব্রাত্য বসুর, সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা চাওয়ার অভিযোগ, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।