Nepal: হাড় হিম করা বিস্ফোরণের আওয়াজ! যাত্রীর ফেসবুক লাইভে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ছবি
নেপালে বিমান দুর্ঘটনার ঠিক আগের ভয়ঙ্কর মুহূর্ত। বিমান দুর্ঘটনায় মৃত ৫ জন ভারতীয়ই উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। ১৩ জানুয়ারি নেপাল ঘুরতে গিয়েছিলেন। দুর্ঘটনার আগে এই পাঁচজন ভারতীয় ফেসবুক লাইভ করছিলেন। তাঁদের মধ্যে সোনা জয়সওয়াল ভিডিও শ্যুট করছিলেন। ভিডিওতে বিমান দুর্ঘটনার বিস্ফোরণের আওয়াজ।
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। বিমানে ৫ ভারতীয়-সহ ১৫ জন বিদেশি ছিলেন। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ৬৮ জন যাত্রী ছাড়াও ৪ জন মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে দুই শিশুও ছিল। আজ সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। অবতরণের দশ সেকেন্ড আগে দুর্ঘটনার কবলে পড়ে। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল। বিমান চালক ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়।