North 24 Parganas News : দমদমে মাটির নিচে চাপা পড়ছিল ইতিহাস ! উদ্ধারকাজ শুরু

Continues below advertisement

চোখের সামনে ইতিহাস । একেবারে সিরাজের আমলের কামান। ১৭৫৬ নবাব সিরাজদৌল্লার আমলের দুটি কামান ছিল দমদম সেন্ট্রাল জেলের কাছে যশোর রোডের উপর।   বৃহৎ আকারের দুটি কামান ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল।  বুধবার কমান দুটিকে মাটির ভেতর থেকে উদ্ধার করার কাজ শুরু হল । এই দুটো কামান কে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেটারেট বিল্ডিং এ । প্রথমে তা সংরক্ষিত করে রাখা হবে । তারপরে এই কামান দুটিকে মিউজিয়ামে রাখা হবে।  এই কামান দুটিকে দেখতে আপাতত দমদমে উপচে পড়েছে ভিড় ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram