Baguihati News: বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে দিঘায় হানা পুলিশের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ৬ দিন পার। চিলাপাতার জঙ্গল থেকে দিঘা। বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে হানা পুলিশের। এবারও অধরা সমরেশ। প্রভাবশালী বলেই কি আড়ালের চেষ্টা? প্রশ্ন আক্রান্ত প্রোমোটারের।
আরও খবর...
শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। আধ ঘণ্টা আগে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আসার কথা থাকলেও, প্রাথমিকভাবে তা দেখা যায়নি। এদিকে, আগুনে ক্রমাগত কিছু না কিছু ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। তারই ফাটার আওয়াজ বলে অনুমান করা হচ্ছে।
তপসিয়ায় ঝুপড়িতে এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুড়ি। ভস্মীভূত একের পর এক বাড়ি, দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। তবে সবথেকে আতঙ্কের বিষয় হল, শিশুদের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে আগুন। তা নিয়ন্ত্রণে আনায় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দমকলকর্মীদের কাছে। কারণ, একদিকে দাহ্য পদার্থ, তার সঙ্গে শুষ্ক আবহাওয়া। যার জেরে আগুনের লেলিহান শিখা তীব্রতর হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ জমায়েত করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।