RG Kar Political Protest: নাগরিক মিছিলের পাশাপাশি চলছে রাজনৈতিক আন্দোলন, শ্য়ামবাজারের পাঁচদিনের ধর্না বিজেপির

Continues below advertisement

নাগরিক মিছিলের পাশাপাশি, আর জি করকাণ্ডে রাজনৈতিক আন্দোলনও চলছে সমানতালে। শ্য়ামবাজারের পাঁচদিনের ধর্না শুরু করেছে বিজেপি। যেখানে আজ একসঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। লালবাজার অভিযানের ডাক দেয় কংগ্রেসও।

মদন মিত্রের কটাক্ষ

আর জি কর কাণ্ডে রাজ্যজুড়ে উঠছে প্রতিবাদের ঢেউ। প্রতিদিন আন্দোলনে উত্তাল হচ্ছে গলি থেকে রাজপথ। আর এরই মধ্যে মদন মিত্রের একের পর এক বক্তব্যে স্পষ্ট হচ্ছে, তৃণমূলের ভিতরে সব কিছু ঠিক নেই। তাঁর বক্তব্য, জাহাজ ডুবছে মনে করলে ইঁদুরগুলো সবার আগে লাফ দিয়ে পালায়। মদন মিত্রের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা। এদিকে, সুখেন্দুশেখর রায়কে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন। তবে নাম না করেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram