Post Poll Violence: ভোট শেষেও তপ্ত বীরভূম, সদাইপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা |ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোট শেষেও তপ্ত বীরভূম। সদাইপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা। দুর্গাপুর, বর্ধমানে বিজেপি অফিস ভাঙচুর। কোচবিহারে ঘরছাড়া শতাধিক বিজেপি কর্মী। কেতুগ্রামে সিপিএম কর্মীর বাড়িতে বিস্ফোরণ। হিংসা চলছেই

ভোট পরবর্তী সন্ত্রাসের (WB Post poll violence) ঘটনা অব্যাহত দিকে দিকে। এবারে বিজেপির (BJP) হয়ে ভোট করিয়েছে এই সন্দেহে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সুপারভাইজারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই পঞ্চায়েতের সুপারভাইজার ও তাঁর বৃদ্ধা মা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদনগর এলাকায়।

চাঁদনগর এলাকার ৫১ নম্বর বুথের সুপারভাইজার পবিত্র দাসের অভিযোগ, এবারের লোকসভা ভোটে তাঁদের বুথে তৃণমূল হেরে গেছে। বিজেপি জয়লাভ করেছে। এরপরই পঞ্চায়েত সদস্য কুতুবউদ্দিন দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে যে পবিত্র দাস বিজেপির হয়ে ভোট করিয়েছেন। তিনি বিজেপি করেছেন এই সন্দেহের বশে গতকাল বিকালবেলায় তাঁর বাড়িতে গিয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে এবং তার মোটরসাইকেল ভেঙে বাড়ির উঠোনে ফেলে দেয় তৃণমূল সদস্যের অনুগামীরা। সেই সময় পবিত্র দাস বাড়ি ছিলেন না। তাঁর বৃদ্ধা মা বাড়িতে ছিলেন তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। খবর পেয়ে পবিত্র দাস বাড়িতে এসে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram