Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরের ৫ বিঘা জমি প্রাইভেট ক্লাবকে দেওয়ায় অভিযোগে সরব কালচারাল অ্যান্ড লিটেরারি ফোরাম | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রবীন্দ্র সরোবরের ৮ নম্বর গেটের কাছে প্রায় ৫ বিঘা জমি KMDA-র তরফে একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্য়াকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এমনই অভিযোগে এবার পথে নামল কালচারাল অ্যান্ড লিটেরারি ফোরাম। কাজ নেই তো খই ভাজ। কটাক্ষ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ২। জেসিবি, আমিরুলের পর এবার গ্রেফতার আব্দুল রউফ ও তাহেরুল ইসলাম। ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ২ জনকে গ্রেফতার, দাবি পুলিশ সূত্রের। ধৃতরা চোপড়ার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা

আগামী বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নুসরত জাহান, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে সকাল সকাল প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। হুডখোলা গাড়িতে চড়ে বেঙ্গল কেমিক্যাল, কাঁকুরগাছি, ফুলবাগান এলাকায় চলে প্রচার। 

লেক গার্ডেন্সের গুলিকাণ্ডে নতুন মোড়। মৃত রাকেশ শা সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে খবর, লেক গার্ডেন্সের গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিশের অনুমান, ক্ষোভের বশেই প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হন রাকেশ শা। মৃতের দাদার দাবি, তরুণীর সঙ্গে ৭ বছরের সম্পর্ক ছিল রাকেশের। অভিযোগ, লিভ-ইন করার সময় তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী। মানতে না পেরেই গুলি চালান রাকেশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন সিভিক ভলান্টিয়ার রাকেশ, খতিয়ে দেখছে পুলিশ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram