পুর-যুদ্ধ (Seg 1): বিধাননগর থেকে চন্দননগর, শিলিগুড়ি থেকে আসানসোল, ৪ পুরনিগমে চলছে ভোটগণনা | Bangla News
আজ বিধাননগর পুরসভার ভোট গণনা। ভোটকর্মীরা ইতিমধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। মোট ১২টি হলে গণনা হবে। টেবিল রাখা হয়েছে ৫২টি। বিধাননগরে (Bidhannagar) ৪১টি ওয়ার্ড। গণনা হবে ৮ থেকে ১৪ রাউন্ড। টান টান নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বিধাননগর কলেজ চত্বর।
শিলিগুড়িতে (Siliguri) ৭ রাউন্ড অবধি ভোটগণনা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। প্রথমে ED বা ইলেকশন ডিউটি ভোট অর্থাৎ ভোটকর্মীদের ভোট গণনা হবে। তারপর শুরু হবে ইভিএম গণনা। ১২টি ঘরে ৯২টি টেবিল রয়েছে। সেখানে ৪৭টি ওয়ার্ডের ভোটগণনা হবে। প্রতিটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি থাকতে পারবেন।
আজ আসানসোল পুরভোটের গণনা। ১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে (Asansol) ২টি ধাপে ২২ রাউন্ড গণনা হবে। নিরাপত্তার স্বার্থে আসানসোল পলিটেকনিক কলেজ (Asansol Polytechnic College) চত্বর পুলিশে ঘিরে ফেলা হয়েছে। এখানে ৭টি ঘরে ৫৩টি টেবিল রাখা হয়েছে। দুটি পর্যায় গণনা হবে। প্রথম পর্যায়ে ১ থেকে ৫৩ নং ওয়ার্ড পর্যন্ত গণনা হবে। দ্বিতীয় পর্যায়ে হবে বাকি ওয়ার্ডের গণনা।
চন্দননগরে (Chandannagar) ৩৩টি ওয়ার্ডের একটি ওয়ার্ডে ভোট স্থগিত রয়েছে। ফলে ৩২টি ওয়ার্ডের ভোটগণনা হবে। কানাইলাল বিদ্যামন্দিরে দুটি হল করা হয়েছে। ২০টি টেবিল রয়েছে। ৫ থেকে ৭ রাউন্ড গণনা হবে। করোনা পরিস্থিতি মেনেই ভোটগণনা চন্দননগরে।
শিলিগুড়ি (Siliguri) পুরসভার ৩৩ নং ওয়ার্ডের প্রার্থী তথা শিলিগুড়ির হেভিওয়েট তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb) বলেন, "ভালো হবে ফলাফল। পুরোপুরি আশাবাদী।"