Jhalda Municipality: ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্যের, পূর্ণিমা কান্দুই আপাতত চেয়ারপার্সন

Continues below advertisement

Khoborer Sat Panch:  ঝালদা পুরসভা (Jhalda Municipality) নিয়ে ফের ধাক্কা রাজ্যের, পূর্ণিমা কান্দুই (Purnima Kandu)আপাতত চেয়ারপার্সন। আপাতত ভাইস চেয়ারপার্সন (Chairperson)পূর্ণিমা কান্দুকে চেয়ারপার্সন হিসেবে কাজ চালানোর নির্দেশ । ১০ ফেব্রুয়ারি ঝালদা পুরসভা নিয়ে ফের হাইকোর্টে(Calcutta High court) শুনানি। কার্যকর হবে না মহকুমা শাসকের নির্দেশ, ঝালদা নিয়ে ফের ধাক্কা রাজ্যের। পরবর্তী খবরে  ত্রিপুরায়(Tripura) বিধানসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল(Trinomool)। ক্যামাক স্ট্রিটে(camac street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee), সুস্মিতা দেব(Sushmita Deb)-সহ ত্রিপুরার পর্যবেক্ষক ছাড়াও ত্রিপুরার রাজ্য নেতৃত্ব। ত্রিপুরায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই যাওয়ার কথা মমতা-অভিষেকের। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি মেঘালয়-নালাগ্যান্ডে নির্বাচন (Meghalaya- nagaland election)। গণনা ২ মার্চ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram