Remal Cyclone: রেমাল দুর্যোগে বিপর্যস্ত শহরের পরিস্থিতি কীরকম? জানালেন মেয়র ফিরহাদ হাকিম | ABP Ananda LIVE
Continues below advertisement
রেমাল দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। এই মুহূর্তে শহরের পরিস্থিতি ঠিক কীরকম? কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?
রেমালের জের। হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি গ্রামে ডাসা নদীর বাঁধের বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। সকাল থেকে বাঁধ মেরামতির কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, আয়লা থেকে আমফান, বারবার ক্ষতিগ্রস্ত হয় দুর্বল নদী বাঁধ। বারবার স্থায়ী বাঁধ তৈরির আবেদন জানিয়েও কাজ হয়নি।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ। ভেঙে পড়েছে বেশ কিছু মাটির বাড়ি। লেবুখালিতে উপড়ে পড়েছে একাধিক গাছ, ভেঙেছে বেশ কিছু বিদ্যুতের খুঁটি। রাস্তার ওপর গাছ পড়ে লেবুখালি থেকে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লেবুখালি থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল চলাচল শুরু হলেও ঝোড়ো হাওয়া ও ইছামতীতে জলের তোড় বেশি থাকায় অনিয়মিত পরিষেবা।
Continues below advertisement