Remal Weather Update : দুর্যোগের অন্ত নয়! আজও কয়েকটি জেলায় বৃষ্টির লাল সতর্কতা
ঘূর্ণিঝড় রেমাল এখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ উত্তরবঙ্গ, আসাম, মণিপুর, মিজোরামে বৃষ্টির পূর্বাভাস। ঝোড়ো হাওয়ার প্রভাবে সকালের দিকে অশান্ত থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর। উপকূল এলাকায় মাঝেমধ্যেই ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার উন্নতি।
ঘূর্ণিঝড় রেমালের জেরে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক রাস্তা। যান চলাচল ব্যাহত হয়। কোথাও জল জমে যাওয়ায় রাস্তাতেই নামেনি অটো। এর মধ্যেই ট্যাক্সি চালকরা যেমন খুশি ভাড়া হাঁকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড তিলোত্তমা। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। সপ্তাহের প্রথম দিন রাস্তায় গাছ পড়ে ব্য়াহত হয় যান চলাচল। অফিস টাইমে হয়রান হতে হয় নিত্যযাত্রীদের
#ABPAnanda #BanglaNews #BanglaNewsLive #ABPAnandaBengaliNews #ABPAnandaDigital #ABPAnandaLive #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #বাংলাখবর #cyclone #cycloneremal2024 #westbengal #pm #pmmodi