RG Kar Case: RG কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে CBI,এই প্রসঙ্গে কী বললেন অভয়ার বাবা ?
ABP Ananda LIVE : আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছে গেলেন CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এদিকে অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে প্রতিক্রিয়া দিলেন নিহত চিকিৎসকের বাবা।
এদিন অভয়ার বাবা বলেন,' অতীন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল। কিন্তু সামনে আসছিল না। আজ হঠাৎ করে এসেছে। একটু ভাল লাগছে আরকি। যখন আমরা টালা থানায় ছিলাম, ৯ তারিখে যে ঘটনাগুলি ঘটেছে, সম্ভবত উনি ছিলেন। ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। ১৪ তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি, ওনার নের্তৃত্বে, বা যাদের যাদের চার্জশিট জমা পড়েছে, তাঁদের তাঁদের নের্তৃত্বে হয়েছে।...আরেকজনের নাম সামনে আসছে না এখনও । দেখা যাক, নামটা বলবো না এখন। '
কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের দাবি, আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভূমিকা সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। এই প্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ, যত ভোট আসবে, বিজেপি তত ED, CBI- এর উপরে ভরসা করবে । মধু খেলে জবাব তো দিতেই হবে বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।আর জি কর মেডিক্য়ালের দুর্নীতিকাণ্ডে এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে পৌঁছল সিবিআই!এই নিয়ে ৬ দিনের অন্তরে ২ তৃণমূল বিধায়কের বাড়িতে গেল কেন্দ্রীয় এজেন্সি।





















